Bangladesh National Identity Card

বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র ইস্যু সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ-

কাতার প্রবাসী বাংলাদেশিদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, দোহাস্থ বাংলাদেশ দূতাবাস- এ  ‘জাতীয় পরিচয় পত্র’ সেবা প্রদান শুরু হয়েছে। শুধু নতুনভাবে জাতীয় পরিচয় পত্র গ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ যাদের জন্ম তারিখ ন্যূনতম ০১ জানুয়ারি ২০০৭ বা এর পুর্বে তারা দূতাবাস হতে এ সেবা গ্রহন করতে পারবেন।  


আবেদন করার প্রক্রিয়াঃ-

  •  https://services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজ একাউন্ট তৈরি করার পর অনলাইন আবেদন করুন। আবেদনকারীকে নিজ একাউন্ট তৈরি করবার সময় অবশ্যই কাতারি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আবদন কারী উক্ত মোবাইলে একটি OTP পাবেন।

  • আবেদনের সময় Place of Residence হিসেবে ''কাতার'' সিলেক্ট করতে হবে।

  • অনলাইন জন্মনিবন্ধনের তথ্য অনুসারে আবেদন ফর্ম পুরণ করতে হবে।

  • জাতীয় পরিচয়পত্রে বর্তমান ঠিকানা উল্লেখ থাকবে বিধায়, ভোটার এলাকা নির্ধারনের ক্ষেত্রে অব্যশই বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে। আপনার নির্ধারিত ভোটার এলাকায় আপনার ভেরিফিকেশন হবে।

  • অনলাইন আবেদন সাবমিট করবার পর আপনার একাউন্ট হতে এপয়েন্টমেন্ট গ্রহন করুন। পরবর্তীতে উক্ত নির্ধারিত তারিখে আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ সশরীরে দূতাবাসে এসে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এপয়েন্টমেন্ট ব্যতিত দূতাবাসে কোন ভাবেই বায়োমেট্রিক আবেদনের সুযোগ নেই।

  • NID আবেদনের ক্ষেত্রে বর্তমান পাসপোর্ট এবং অনলাইন জন্মনিবন্ধন তথ্যের মিল থাকা আবশ্যক। অন্যথায় সে আবেদনটি গৃহীত হবে না। 


দূতাবাসে জাতীয় পরিচয় পত্রের বায়োমেট্রিক আবেদন করার সময়সীমাঃ-

 সকাল ১০.৩০ হতে দুপুর ১.৩০ (ছুটির দিন ব্যতিত) 


জাতীয় পরিচয় পত্র প্রসেসিং ফিঃ-  ৫৫ কাতারি রিয়াল


প্রয়োজনীয় কাগজপত্রঃ-   

• অনলাইন আবেদনের কপি 

• মূল পাসপোর্ট  এবং পাসপোর্টের ফটোকপি

• জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজি) এবং অনলাইন ভেরিফাইড কপি

• সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি


বিশেষ দ্রষ্টব্য: 

  • আইনগত  বিধি নিষেধ থাকায় জাতীয় পরিচয় পত্রের কোন ধরনের সংশোধনী আবেদন দূতাবাসে গ্রহণ করা হয় না। শুধুমাত্র নতুন জাতীয় পরিচয় পত্রের আবেদন গ্রহণ করা হয়।

  • বিশেষ এলাকা হিসাবে ঘোষিত ৪ জেলার ৩২ উপজেলার জন্য বিশেষ তথ্য ফর্ম পুরন করতে হবে। উক্ত এলাকাগুলোর নাম এবং বিশেষ ফর্ম টি এখানে সংযুক্ত করা হলো।