ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সদস্যপদ নিবন্ধন
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সদস্যপদ নিবন্ধন : |
যে সকল প্রবাসী কাতারে কাজ করছেন কিন্তু BMET ক্লিয়ারেন্স কার্ড নেই তারা ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্যপদের জন্য আবেদন করতে পারেন। www.wewb.gov.bd এই লিংকে প্রবেশ করে আবেদন আবাদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন করতে নিম্নলিখিত বিষয় গুলি অনুসরন করুন।
- অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন সম্পন্ন করুন।
- অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রিন্ট কপি সংগ্রহ করুন।
- দূতাবাসে প্রিন্ট কপিটি জমা দিন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সদস্যপদের আবেদনের জন্য আবেদনকারীদের QR ১৭০.০০ পেমেন্ট করতে হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যরা নিম্মের পাঁচটি সুবিধা পেয়ে থাকেন :
- WEWB সদস্যদের সন্তানরা বাংলাদেশের বিভিন্ন স্কুলে ভর্তির সময় প্রবাসী কোটা পাবে।
- WEWB সদস্যদের সন্তানরা বৃত্তির জন্য আবেদনের সুবিধা পাবে।
- অসুস্থ WEWB সদস্যরা আবেদনের পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কাছ থেকে আর্থিক সাহায্য পাবে।
- WEWB সদস্যরা সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করতে পারবেন।
- মৃত WEWB সদস্যদের আইনি উত্তরাধিকারীগন ৩,০০,০০০.০০ টাকা পাবেন।