জন্ম নিবন্ধন


জন্ম নিবন্ধন (নুতন) 
১. একজন বাংলাদেশী যিনি কাতারে জন্মগ্রহণ করেছেন তিনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, নতুন বিজ্ঞপ্তি এখানে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন (সংশোধন) 
২. একজন আবেদনকারি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন যদি তার জন্ম নিবন্ধনটি বাংলাদেশ দূতাবাস দোহা কর্তৃক প্রদান করা হয়ে থাকে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

৩. ফি (ফেরতযোগ্য নয়): ৪৫ দিনের মধ্যে নিবন্ধন - বিনামূল্যে, পাঁচ বছরের মধ্যে নিবন্ধন-QAR ১৮.00, ১০ বছরের মধ্যে নিবন্ধন-QAR ৩৪.00, সংশোধন ফি-QAR ৪১.00, রি-প্রিন্ট-QAR ১৮.00। 

৪. আবেদন গ্রহণ: সকাল ৭.৩০ থেকে দুপুর ৩.০০ (রবিবার-বৃহস্পতিবার) এর মধ্যে কাউন্টারে আবেদন গ্রহণ করা হয়

৫. ডেলিভারি সময়: ৭.০০ থেকে ৩.৩০ (রবিবার - বৃহস্পতিবার)।