ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড |
বৈধ কাগজপত্র সহ যে কোন প্রবাসী ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ৫০,০০০.০০ টাকা থেকে ৫,০০,০০০.০০ টাকা পর্যন্ত কিনতে পারেন। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড দোহার Arabian Exchange থেকে কেনা যায়। আবেদনকারীকে কিউআইডি, ছবি , বেতন সনদ, নমিনির তথ্য এবং ছবি জমা দিতে হবে।