ট্র্যাভেল পারমিট
ট্র্যাভেল পারমিট 
  1. বাংলাদেশী নাগরিকের বৈধ বাংলাদেশী পাসপোর্ট না থাকলে কিন্তু বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য ট্র্যাভেল পারমিট  প্রদান করা হয়। 
  2. ট্র্যাভেল পারমিট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :
    1. ট্র্যাভেল পারমিট  আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে (ফর্মটি খুঁজে পেতে এখানে ক্লিক করুন)।
    2. আগের পাসপোর্টের ফটোকপি।
    3. পাসপোর্ট সাইজের ছবি ০৩(তিনটি)।
    4. সাক্ষাৎকারের জন্য দূতাবাসে আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে।
  3. সাধারণ ডেলিভারির জন্য QR ৫০.০০ এবং জরুরি ডেলিভারির জন্য QR ৯৮.০০। ফি (ফেরতযোগ্য নয়)
  4. আবেদন গ্রহণ: আবেদন সকাল ৭.০০ থেকে ৩.০০ টা পর্যন্ত (রবিবার -বৃহস্পতিবার)।
  5. ডেলিভারি সময়: সকাল 7.30 থেকে 3.30 পর্যন্ত (রবিবার - বৃহস্পতিবার)।
দ্রষ্টব্য: ট্র্যাভেল পারমিটের মেয়াদ ৩ মাস।