কর্মসংস্থান চুক্তি সত্যায়ন (পুরুষ শ্রমিক) : |
কোম্পানির স্পনসর বা PRO কে কর্মসংস্থান চুক্তি সত্যায়নের জন্য জমা দিতে হবে। কর্মসংস্থান চুক্তি সত্যায়নের প্রয়োজনীয় কাগজপত্র নিম্নরূপ:
রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৭.৩০ থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত কর্মসংস্থান চুক্তি জমা দেওয়া যাবে। প্রতিটি কর্মসংস্থান চুক্তির সত্যায়নের জন্য ফি QR ৫০.০০ । ৩ কার্যদিবস পর ডেলিভারি দেওয়া হয়।