গুড কন্ডাক্ট সার্টিফিকেট


আবেদন প্রক্রিয়া  

কাতারে বসবাসরত যেকোনো বাংলাদেশী নাগরিক গুড কন্ডাক্ট সার্টিফিকেট (GCC) এর জন্য আবেদন করতে পারেন।


আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট : 
  1. হাতে লিখে আবেদন ফর্মটি পূরণ করতে হবে , ফর্মটি পেতে এখানে ক্লিক করুন
  2. পাসপোর্টের ফটোকপি 
  3. কাতার আইডির ফটোকপি ।
  4. দুইজন বাংলাদেশীর পাসপোর্টের ফটোকপি যিনি আবেদনকারীকে চিনেন।
  5. পাসপোর্টের ফটোকপি ।
সময় :

রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৭.৩০ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত জমা নেওয়া হয়।
একই দিন ডেলিভারি দেওয়া হয়।